ইপিআই কর্মসূচীঃ
· কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী
· কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্য কর্মী।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
-লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের ০৮টি রোগের বিরম্নদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল এর মাধ্যমে রাতকানা রোগ ও অপুষ্টি প্রতিরোধ। মায়েদের কে টিটি টিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদের-কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পুরন। মূল লক্ষ্য হচ্ছে, শিশু ভোগামিত্ম এবং মৃত্যুহার কমানো।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং ০- ৬০মাস বয়সী সকল শিশু।
ই ও সি কর্মসূচীঃ
· কর্মসূচীর নাম ঃ প্রসুতি সেবা
· কর্মসূচী বাস্তবায়নকারী ঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং ই ও সি অমত্মর্ভুক্ত হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।
· লক্ষ্য ও পদ্ধতি - নিরাপদ মাতৃত্ব ,বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী - সকল গর্ভবতী মা।
এ আর আই কর্মসূচীঃ
· কর্মসূচীর নাম - এ আর আই।
· কর্মসূচী বাস্তবায়নকারী ঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার,
চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।
· লক্ষ্যও পদ্ধতি - শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী ঃ সকল শিশু।
প্রলয়ংকারী ঘূর্ণীঝড় মহাসেন থেকে দ্বীপ উপজেলার জনসাধারনে জীবন মাল রক্ষার্থে মহেশখালী উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিঠির এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকাল ৩টায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা হল রুমে এ জরুরী সভায় মহাসেন আঘাত হানার পূর্বে প্রস্তুতি মূলক সভায় জনসাধরনের জানমাল রাতে বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত গৃহিত হয়। আর্ন্তজাতিক সেচ্ছা সেবী সংস্থা রেডক্রিন্টে সোসাইটি, প্রকল্প বাস্তবায়ন অফিস ঘূণিঝড় মহাসেন এর অবস্থান বিষয়ে উপজেলা কমিটিকে মহাসেনের অবস্থান সম্পর্কে অবহিত করে বলেন গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ১৩৬০কিঃ মিঃ দূরে রয়েছে বলে ধারনা করা হচ্ছে। সভায় কমিটির উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেডিকেল ক্যাম্প গঠন, আশ্রয় কেন্দ্র গমনের প্রস্তুতি, প্রচার করণ সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত উপর আলোচনা করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মহছুদ মিয়া, মহেশখালী হাসপাতালের টি এইচ ও ডাঃ আব্দুল মাবুদ, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহাচান উল্লাহ বাচ্চু, উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহাম্মদ, বি আর ডি বির চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ, গোরকঘাট বাজার বনিক সমিতির সভাপতি বদিউল আলম সওদাগর, উপজেলা বোট মালিক সমিতির সাধারন সম্পাদক মাওলানা ওসমান গনী, মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক রাহামত উল্লাহ, হাজী আব্দুল মন্নান মেম্বার, ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা মীর কাশেম আলী, এনজিও কর্মকর্তা প্রনব কান্তি দে, মহেশখালী প্রেস কাবের সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, শাপলা পুরের প্যানেল চেয়ারম্যান শাহেদা সিরাজ, মুক্তি যোদ্ধা কালা মিয়া , আকতার ইমাম প্রমূখ। সভায় সম্বব্য ঘুণিঝড় মহাসেন থেকে রাতে উপকুলবাসীকে সর্তক থাকার আহবান জানানো হয়………..(234) বার এই নিউজটি পড়া হয়েছে
প্রলয়ংকারী ঘূর্ণীঝড় মহাসেন থেকে দ্বীপ উপজেলার জনসাধারনে জীবন মাল রক্ষার্থে মহেশখালী উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিঠির এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকাল ৩টায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা হল রুমে এ জরুরী সভায় মহাসেন আঘাত হানার পূর্বে প্রস্তুতি মূলক সভায় জনসাধরনের জানমাল রাতে বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত গৃহিত হয়। আর্ন্তজাতিক সেচ্ছা সেবী সংস্থা রেডক্রিন্টে সোসাইটি, প্রকল্প বাস্তবায়ন অফিস ঘূণিঝড় মহাসেন এর অবস্থান বিষয়ে উপজেলা কমিটিকে মহাসেনের অবস্থান সম্পর্কে অবহিত করে বলেন গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ১৩৬০কিঃ মিঃ দূরে রয়েছে বলে ধারনা করা হচ্ছে। সভায় কমিটির উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেডিকেল ক্যাম্প গঠন, আশ্রয় কেন্দ্র গমনের প্রস্তুতি, প্রচার করণ সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত উপর আলোচনা করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মহছুদ মিয়া, মহেশখালী হাসপাতালের টি এইচ ও ডাঃ আব্দুল মাবুদ, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহাচান উল্লাহ বাচ্চু, উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহাম্মদ, বি আর ডি বির চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ, গোরকঘাট বাজার বনিক সমিতির সভাপতি বদিউল আলম সওদাগর, উপজেলা বোট মালিক সমিতির সাধারন সম্পাদক মাওলানা ওসমান গনী, মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক রাহামত উল্লাহ, হাজী আব্দুল মন্নান মেম্বার, ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা মীর কাশেম আলী, এনজিও কর্মকর্তা প্রনব কান্তি দে, মহেশখালী প্রেস কাবের সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, শাপলা পুরের প্যানেল চেয়ারম্যান শাহেদা সিরাজ, মুক্তি যোদ্ধা কালা মিয়া , আকতার ইমাম প্রমূখ। সভায় সম্বব্য ঘুণিঝড় মহাসেন থেকে রাতে উপকুলবাসীকে সর্তক থাকার আহবান জানানো হয়………..(234) বার এই নিউজটি পড়া হয়েছে
বাগবেড় বাবুর বাজার এর পাশে
পরিবার পরিকল্পনা ক্লিনিক টি অবস্থিত।
কটিয়াদী, কিশোরগঞ্জ।
৫নং মুমুরদিয়া, ইউনিয়ন সংলগ্ন। কটিয়াদী, কিশোরগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS