Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পরিবার পরিকল্পনা
Image
label.column.field_office_cism

স্বাস্থ্য কর্মসূচী

ইপিআই কর্মসূচীঃ

· কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী

· কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্য কর্মী।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

-লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের ০৮টি রোগের বিরম্নদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল এর মাধ্যমে রাতকানা রোগ  ও অপুষ্টি প্রতিরোধ।  মায়েদের কে টিটি টিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদের-কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পুরন। মূল লক্ষ্য হচ্ছে, শিশু ভোগামিত্ম এবং মৃত্যুহার কমানো।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং ০- ৬০মাস  বয়সী সকল শিশু।

ই ও সি কর্মসূচীঃ

· কর্মসূচীর নাম ঃ  প্রসুতি সেবা

· কর্মসূচী বাস্তবায়নকারী ঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  এবং ই ও সি অমত্মর্ভুক্ত হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

· লক্ষ্য ও পদ্ধতি - নিরাপদ মাতৃত্ব ,বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো।

· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী - সকল গর্ভবতী মা।

এ আর আই কর্মসূচীঃ

· কর্মসূচীর নাম - এ আর আই।

· কর্মসূচী বাস্তবায়নকারী ঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার,

চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

· লক্ষ্যও পদ্ধতি - শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।

· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী ঃ সকল শিশু।

Citizen Charter
 

বার্ড-ফ্লু সংক্রান্ত সচেতনতা বিষয়ক সতর্কবার্তা

Updated on 02 July 2013

  • সম্প্রতি চীনে বার্ড-ফ্লু (H7N9) নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ৩০/০৪/১৩ পর্যন্ত ১২০ জন ল্যাব কনফার্মড রোগী সনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২৪জন মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ থেকে মানুষ ও ছাত্র-ছাত্রী ব্যবসা এবং লেখাপড়ার উদ্দেশ্যে চীনে যাতায়াত করছেন। চীনের ঝিজিয়াং, আনুই, স্যান্ডং, জিয়াংসু হেনান, বেজিং, ও সাংহাই প্রদেশে যাতায়াতের সময় সতর্ক বার্তা এখানে সংযুক্ত করা হল। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

Updated on 02 July 2013

  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় একটি অফিস নোটিস জারী করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার ছুটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন। হাসপাতালে আগত রোগীদের পরামর্শ ও কাঊন্সিলিংয়ের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। এবং আগামী ১৬-ই মার্চ ২০১৩ পর্যন্ত বাড়ী বাড়ী সার্চিং আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
 

কমিউনিটি ক্লিনিক সমূহ পরিদর্শনের নির্দেশনা।

Updated on 02 July 2013

  • স্বাস্থ্য অ পরিবার কল্যান মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন সকল দেশের সর্বত্র এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পল্লী এলাকার হতদরিদ্র ও সুবিছিবঞ্চিত জনগোষ্ঠি সেবা পাচ্ছে এবং সেবা গ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এই সেবাকে আরও বেগবান করতে এবং সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিক সমূহ পরিদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন।
General Information

প্রলয়ংকারী ঘূর্ণীঝড় মহাসেন থেকে দ্বীপ উপজেলার জনসাধারনে জীবন মাল রক্ষার্থে মহেশখালী উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিঠির এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকাল ৩টায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে  উপজেলা হল রুমে এ জরুরী সভায় মহাসেন আঘাত হানার পূর্বে প্রস্তুতি মূলক সভায় জনসাধরনের জানমাল  রাতে বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত গৃহিত হয়। আর্ন্তজাতিক সেচ্ছা সেবী সংস্থা রেডক্রিন্টে সোসাইটি, প্রকল্প বাস্তবায়ন অফিস ঘূণিঝড় মহাসেন এর অবস্থান বিষয়ে উপজেলা কমিটিকে মহাসেনের অবস্থান সম্পর্কে অবহিত করে বলেন গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ১৩৬০কিঃ মিঃ দূরে রয়েছে বলে ধারনা করা হচ্ছে। সভায় কমিটির উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেডিকেল ক্যাম্প গঠন, আশ্রয় কেন্দ্র গমনের প্রস্তুতি, প্রচার করণ সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত উপর আলোচনা করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মহছুদ মিয়া, মহেশখালী হাসপাতালের  টি এইচ ও ডাঃ আব্দুল মাবুদ, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহাচান উল্লাহ বাচ্চু,  উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান,  উপজেলা প্রকল্প কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহাম্মদ, বি আর ডি বির চেয়ারম্যান  মোস্তাক আহাম্মদ, গোরকঘাট বাজার বনিক সমিতির সভাপতি বদিউল আলম সওদাগর, উপজেলা বোট মালিক সমিতির সাধারন সম্পাদক  মাওলানা ওসমান গনী, মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক রাহামত উল্লাহ, হাজী আব্দুল মন্নান মেম্বার, ইসলামী ফাউন্ডেশন  কর্মকর্তা মীর কাশেম আলী, এনজিও কর্মকর্তা প্রনব কান্তি দে,  মহেশখালী প্রেস কাবের সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, শাপলা পুরের প্যানেল চেয়ারম্যান শাহেদা সিরাজ, মুক্তি যোদ্ধা কালা মিয়া , আকতার ইমাম প্রমূখ।  সভায় সম্বব্য ঘুণিঝড় মহাসেন থেকে রাতে উপকুলবাসীকে সর্তক থাকার আহবান জানানো হয়………..(234) বার এই নিউজটি পড়া হয়েছে

‘বাংলাদেশে পরিবার পরিকল্পনা একটি সফল কর্মসূচি’- কথাটি বলেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ড. বাবাতুনদে ওসেতিমেহি। তিনি গত ২৯ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরে উইমেন ডেলিভার সম্মেলনের একপর্যায়ে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। বর্তমান দশকের অন্যতম বৃহৎ এ সম্মেলনে ১৫০টি দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি যোগদান করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মোট প্রজনন হার ৬.৫ থেকে ২.৩ শতাংশে হ্রাস পেয়েছে, পরিবার পরিকল্পনা পদ্ধতির হার ৬১ শতাংশে উন্নীত হয়েছে। এটি তৃতীয় বিশ্বের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। মহিলাদের ক্ষমতায়নে, শিক্ষার হার বৃদ্ধিতে এবং সামাজিক পরিবর্তনে বাংলাদেশের অবদান অসামান্য বলে অবহিত করেন তিনি এবং পরিবার পরিকল্পনা খাতে আরও বেশি বিনিয়োগ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্যকে আর্থ-সামাজিক পরিমণ্ডলে পরিব্যাপ্ত করে সুস্বাস্থ্য সংরক্ষণ ও মানবকল্যাণে নিয়োজিত করার পরামর্শ দান করেন। - See more at: http://www.jugantor.com/window/2013/07/10/12073#sthash.lIGOOomS.dpuf
label.column.field_projects

প্রলয়ংকারী ঘূর্ণীঝড় মহাসেন থেকে দ্বীপ উপজেলার জনসাধারনে জীবন মাল রক্ষার্থে মহেশখালী উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিঠির এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকাল ৩টায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে  উপজেলা হল রুমে এ জরুরী সভায় মহাসেন আঘাত হানার পূর্বে প্রস্তুতি মূলক সভায় জনসাধরনের জানমাল  রাতে বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত গৃহিত হয়। আর্ন্তজাতিক সেচ্ছা সেবী সংস্থা রেডক্রিন্টে সোসাইটি, প্রকল্প বাস্তবায়ন অফিস ঘূণিঝড় মহাসেন এর অবস্থান বিষয়ে উপজেলা কমিটিকে মহাসেনের অবস্থান সম্পর্কে অবহিত করে বলেন গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ১৩৬০কিঃ মিঃ দূরে রয়েছে বলে ধারনা করা হচ্ছে। সভায় কমিটির উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেডিকেল ক্যাম্প গঠন, আশ্রয় কেন্দ্র গমনের প্রস্তুতি, প্রচার করণ সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন সিন্ধান্ত উপর আলোচনা করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মহছুদ মিয়া, মহেশখালী হাসপাতালের  টি এইচ ও ডাঃ আব্দুল মাবুদ, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহাচান উল্লাহ বাচ্চু,  উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান,  উপজেলা প্রকল্প কর্মকর্তা বিশ্ব নাথ মজুমদার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহাম্মদ, বি আর ডি বির চেয়ারম্যান  মোস্তাক আহাম্মদ, গোরকঘাট বাজার বনিক সমিতির সভাপতি বদিউল আলম সওদাগর, উপজেলা বোট মালিক সমিতির সাধারন সম্পাদক  মাওলানা ওসমান গনী, মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক রাহামত উল্লাহ, হাজী আব্দুল মন্নান মেম্বার, ইসলামী ফাউন্ডেশন  কর্মকর্তা মীর কাশেম আলী, এনজিও কর্মকর্তা প্রনব কান্তি দে,  মহেশখালী প্রেস কাবের সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, শাপলা পুরের প্যানেল চেয়ারম্যান শাহেদা সিরাজ, মুক্তি যোদ্ধা কালা মিয়া , আকতার ইমাম প্রমূখ।  সভায় সম্বব্য ঘুণিঝড় মহাসেন থেকে রাতে উপকুলবাসীকে সর্তক থাকার আহবান জানানো হয়………..(234) বার এই নিউজটি পড়া হয়েছে

Address

বাগবেড় বাবুর বাজার এর পাশে

পরিবার পরিকল্পনা ক্লিনিক টি অবস্থিত।

কটিয়াদী, কিশোরগঞ্জ।

৫নং মুমুরদিয়া, ইউনিয়ন সংলগ্ন। কটিয়াদী, কিশোরগঞ্জ।